উত্তর কোরিয়ায় সামরিক হামলা চালানো হলে তা হবে ‘অবিশ্বাস্য মাত্রায় বিপর্যয়কর’ বলে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যখন উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার তীব্র উত্তেজনা চলছে তখন এ মন্তব্য করলেন ম্যাটিস।
উত্তর কোরিয়া সম্প্রতি বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে এবং সতর্ক করে দিয়ে বলেছে, ওয়াশিংটন বিদ্বেষী নীতি পরিহার না করা পর্যন্ত এ ধরনের পরীক্ষা চলতেই থাকবে এবং কোনো প্রকার আলোচনা করা হবে না।
নিউজ ডেস্ক. আবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির কাংওন প্রদেশ থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয়…