উ.কোরিয়া সংকট নিয়ে ট্রাম্প-অ্যাবে-শি ফোনালাপ

নিউজ ডেস্ক.

উত্তর কোরিয়া সংকট নিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার বিশ্বের শীর্ষ এ তিন নেতার ফোনালাপের কথা জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।
রবিবার মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসনের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপের সঙ্গে সামরিক মহড়া শুরু করে জাপানের নৌবাহিনী। এ প্রেক্ষিতে মার্কিন রণতরী উড়িয়ে দেয়ার হুমকি দেয় উত্তর কোরিয়া। ঠিক এর পরপরই তিন নেতার মধ্যে এ ফোনালাপ হলো।
বার্তা সংস্থা এএফপি জানায়, ফোনালাপে চীনা প্রেসিডেন্ট শি ও ট্রাম্প অভিন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত মতবিনিময়ের মাধ্যমে নিবিড় সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেন।
শি বলেন, চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে নেয়া পদক্ষেপের কঠোর বিরোধী। চীন আশা করে, সংশ্লিষ্ট সকল পক্ষ কোরীয় উপদ্বীপ নিয়ে সৃষ্ট উত্তেজনার ক্ষেত্রে ধৈর্য ধরবে এবং আগ্রাসী পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকবে। এক্ষত্রে কোনো পক্ষ আগ্রাসী পদক্ষেপ নিলে তার দায়-দায়িত্ব তাদেরকেই বহন করতে হবে বলে জানান তিনি।
অন্যদিকে, সোমবার টোকিওতে জাপানি প্রধানমন্ত্রী অ্যাবে সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে সব ধরনের চিন্তা ভাবনা করা হচ্ছে, সে জন্য তৎপরতা চালানোর এবং কথা বলার যোগ্যতা ট্রাম্পের আছে।
অ্যাবে আরো জানান, কার্ল ভিনসনের সঙ্গে সামরিক মহড়া শুরু করেছে জাপান। মার্কিন স্ট্রাইক গ্রুপের সঙ্গে নৌমহড়ার নামার বিষয়টি দক্ষিণ কোরিয়াও বিবেচনা করছে বলেও জানানো হয়। সূত্র: এএফপি, জাপান টাইমস ও এবিসি নিউজ

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ