এই দুঃসময়ে ভারতকে পাশে পাওয়ার আশা ওবায়দুল কাদেরের


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিষয়ে প্রতিবেশী দেশ ভারতকে পাশে পাওয়ার আশা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ৭১ সালের দুঃসময়ে ভারত আমাদের পাশে ছিল। রোহিঙ্গা ইস্যুতেও তারা আমাদের পাশে থাকবে বলে আমরা আশা করি।

    আজ রবিবার সকালে রাজধানীর মানিকমিয়া এভিনিউয়ে বিটিআরসি পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে সারা বিশ্ব উদ্বেগ প্রকাশ করেছে। এমনকি আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতও উদ্বেগ প্রকাশ করেছে। তাই এ মুহূর্তে ভারতকে আমাদের পাশে থাকা খুবই প্রয়োজন।

    ওবায়দুল কাদের বলেন, মানবিক বিপর্যয়ে এ পর্যন্ত ৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে, আরও কত আসবে তা জানি না। তাই এ মানব স্রোতের ভার কিভাবে বহন করা যায় তা নিয়ে সবাইকে চিন্তা ভাবনা করা উচিত এবং সরকারকে সহযোগিতা করা উচিত। রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশের অবস্থান নিয়ে জাতিসংঘও সন্তোষ প্রকাশ করেছে।

    সেতুমন্ত্রী বলেন, জাতিসংঘসহ সারা বিশ্ব যখন রোহিঙ্গাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করছে তখন শুধু বিএনপিই খুশি হচ্ছে। কারণ তারা রাজনীতি করার নতুন ইস্যু পেয়েছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ