ক্রীড়া ডেস্ক.
তামিম ইকবালকে হারানোর হতাশা পেছনে ফেলে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। লাঞ্চ পর্যন্ত আর উইকেট হারায়নি দল। মাহমুদউল্লাহ ও মুমিনুলের সৌজন্যে রান উঠেছে প্রায় ওয়ানডের গতিতে।
দলে ফেরা মাহমুদউল্লাহ শট খেলেছেন অনেক। কয়েকটি ছিল ঝুঁকিপূর্ণ। ২৬ রানে জীবনও পেয়েছেন। লাঞ্চের আগের ওভারেও ক্যাচ মতো দিয়েছিলেন। তবে দলের স্বস্তি হয়ে শেষ পর্যন্ত টিকে গেছেন।
কিন্তু লাঞ্চের পরেই ফিরে গেছেন মমিনুল হক। মহরাজের বলে ব্যক্তিগত ৭৭ রান করে বিদায় নিয়েছেন মমিনুল। তার বিদায়ের পর ক্রিজে এসেছেন সাব্বির রহমান।
এই রির্পোট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২২৭ রান। একপ্রান্তে রয়েছেন মাহমুদ উল্লাহ রিয়াদ (৩০)।

