এক মাসের জন্য মাঠের বাইরে সুয়ারেজ


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

ক্রীড়া ডেস্ক.



    স্প্যানিশ ফুটবল লীগের নতুন মৌসুম শুরুর আগে দুঃশ্চিন্তায় পড়েছে সমস্যা জর্জরিত বার্সেলোনা। দলের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ হাঁটুর ইনজুরির কারণে এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন।

    বুধবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে দ্বিতীয় লেগে উরুগুয়ের এই স্ট্রাইকার ইনজুরিতে আক্রান্ত হন। ম্যাচে বার্সেলোনা ২-০ গোলে পরাজিত হয়ে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে পিছিয়ে পড়লে মাদ্রিদের শিরোপা নিশ্চিত হয়।

    বার্সেলোনার এক বিবৃতিতে বলা হয়েছে, চার সপ্তাহের জন্য সুয়ারেজ মাঠের বাইরে চলে গেছেন। বৃহস্পতিবার বিভিন্ন পরীক্ষার পরে সুয়ারেজের ডান হাঁটুতে ইনজুরির মাত্রা ধরা পড়েছে। এর অর্থ হচ্ছে লা লিগায় বার্সেলোনার প্রথম তিনটি ম্যাচে খেলতে পারছেন না সুয়ারেজ। আগামী রবিবার রিয়াল বেটিস, ২৬ আগস্ট আলাভেস ও ৯ সেপ্টেম্বর এস্পানেয়লের বিপক্ষে বিশ্রামে থাকবেন সুয়ারেজ।

    এছাড়া বিশ্বকাপ বাছাইর্বে আগামী ৩১ আগস্ট আর্জেন্টিনার বিপক্ষে ও ৫ সেপ্টেম্বর প্যারাগুয়ের বিপক্ষেও তিনি থাকছেন না। আগামী ১২ অথবা ১৩ সেপ্টেম্বর চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে সংশয় রয়েছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ