বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী ৫ মে। এরই মধ্যে তিনটি প্যানেল নির্বাচনের জন্য প্রস্তুত। ওমর সানি-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল নির্বাচনকে কেন্দ্র করে চলচ্চিত্র শিল্পীরা এফডিসিতে সময় দিচ্ছেন। বিকেল হলেই এফডিসি চত্বর চলচ্চিত্র তারকাদের মিলনমেলায় পরিণত হচ্ছে।
নায়িকা মৌসুমী বলেন, ‘আমরা একেক ছবিতে একেকজনের সঙ্গে অভিনয় করি কিন্তু এখন সব শিল্পীকে এফডিসিতে একসঙ্গে পাচ্ছি, এটা আমাদের জন্য অনেক আনন্দের। সানির কাছে ফোনে জানতে পারলাম আমাদের সবাই বিকেলে এফডিসিতে আসেন, তখনই আমার লোভ হলো এখানে এসে সবার সঙ্গে সময় কাটাব। নির্বাচন আমাদের একত্র হওয়ার উপলক্ষ মাত্র। ওমর সানি শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচন করছে বলেই আসলে এখানে আসিনি, সে নির্বাচন না করলেও এখানে অবশ্যই আসতাম।’
মৌসুমী আরো বলেন, ‘আমি যেহেতু সানির কাছের মানুষ, আমি জানি, সে সব সময় চলচ্চিত্র নিয়েই ভাবে। ঘুম থেকে উঠেই এফডিসিতে চলে আসে, এটা শুধু নির্বাচনের সময়েই নয়, সব সময়ই সে এমন করে। চলচ্চিত্রের প্রতি তার যে ভালোবাসা, সেটা একজন সভাপতির জন্য অনেক গুরুত্বপূর্ণ।’
পূর্ণিমা বলেন, ‘আমি মিশা ভাই, জায়েদ খানের প্যানেল থেকে নির্বাচন করছি। তবে এফডিসিতে ভোট চাইতে আসিনি। সবার সঙ্গে আড্ডা দিতে এসেছি। এখানে এসে সবাইকে একসঙ্গে পেয়ে ভালো লাগছে। এখন থেকে প্রতিদিন আসার চেষ্টা করব। এই আড্ডাগুলো মিস করতে চাই না। আর ভোটের বিষয়টি হলো যাঁরা ৫ তারিখ নির্বাচিত হবেন, তাঁরা আমাদেরই ভাই বন্ধু, এখানে আসলে রেষারেষির কিছু নেই। আমরা সবাই একই সঙ্গে বসে আড্ডা দিচ্ছি।’
নায়ক রিয়াজ বলেন, ‘আমরা এফডিসিতে যেভাবে একে অপরের সঙ্গে আড্ডা দিচ্ছি, কেউ বুঝতে পারবে না আমরা একে অপরের বিপক্ষে নির্বাচন করছি। তবে আমার মনে হচ্ছে এবার সবাই সজাগ। দেশের চলচ্চিত্রের উন্নয়নে সবাই কাজ করতে চায়। মনে হয় সামনে কিছু একটা হবে।’
এর আগে ২০১৫ সালের ৩০ জানুয়ারি শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতি নির্বাচিত হন শাকিব খান ও সাধারণ সম্পাদক হন অমিত হাসান। একই নির্বাচনে নায়ক ওমর সানি সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
ঠাকুরগাঁও প্রতিনিধি. ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে লতিফুর নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হওয়ার…