এবারও প্রার্থী হচ্ছেন তাবিথ আউয়াল: মিন্টু

নিউজ ডেস্ক.


তাবিথই প্রার্থী হচ্ছেন : বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনিবার্চনে এবারও প্রার্থী হচ্ছেন তাবিথ আউয়াল। আজ বুধবার বকশিবাজার আলিয়া মাদ্রাসা চত্বরে স্থাপিত বিশেষ জজ আদালত চত্বরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, তাবিথ তরুণ ও শিক্ষিত, এবং দল চায় তরুণরা আগামীর রাজনীতিতে আসুক।

বিএনপির পক্ষ থেকে তাবিথের প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে কি না -এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেহেতু দল চায় তরুণ নেতৃত্ব, আর সে গতবার নিবার্চন করেছে এবারও হয়তো সেই মনোনয়ন পাবে।’

নিবার্চনী লড়াইয়ে নামতে আপনার কোন ইচ্ছা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমার অনেক বয়স হয়েছে। রাত দিন আমি সময় দিতে পারবো না। তাছাড়া তাবিথ আমার চেয়ে তরুণ ও শিক্ষিত, সে ভালো কাজ করতে পারবে।’

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ