এবার খুললেন মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক.

অভিনেত্রী মাহিয়া মাহির বিরুদ্ধে ১০ মে লিখিত আকারে পরিচালক সমিতিতে অভিযোগ পত্র পাঠিয়েছেন প্রযোজক তাপসী ঠাকুর। সেখানে মাহির খেয়ালিপনার জন্য ‘মনে রেখ’ ছবিটি শেষ হচ্ছে না বলে দাবি করেছেন তিনি। তাছাড়া ছবির চুক্তিবদ্ধ টেকনিশিয়ানদের ব্যাপারে মাহির আপত্তির কথা বলেছেন।
এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পরদিন ১১ মে সমিতির পক্ষ থেকে মাহিকে দু একদিনের মধ্যেই উকিল নোটিশ পাঠানো হবে বলে জানা যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে মাহি সমস্যার সমাধান না করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।
শেষপর্যন্ত এই প্রসঙ্গে মুখ খুললেন মাহি। নিজের স্বপক্ষে যুক্তি দেখিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘অভিযোগ তারা দিতেই পারেন। আমি যেহেতু সবার কাজ করি। সেহেতু অনেককেই আমার শিডিউল দিতে হয়। একটি ছবির জন্য আমরা সাধারণত ৩০ থেকে ৩৫ দিন সময় দেই। এরপরও যদি আরো প্রযোজন হয় তখন আরো ৫ থেকে ১০দিন সময় দেই ছবিটি শেষ করতে। সেক্ষেত্রে আমার দেয়া ৩৫ দিন শেষ হয়ে যায় ‘মনে রেখ’ ছবির জন্য। তারা শিডিউল নিয়ে আমাকে ১৪দিন বসিয়ে রেখেছিল। এখন আমি কি করতে পারি? এরপরও যেহেতু আমার ঈদের ছবি তাই আরো সময় দেই তাদের। গত ৫ তারিখ তাদের সঙ্গে আমার দেয়া সময় শেষ হয়। এরমধ্যেও তারা কাজ শেষ করতে পারেনি। তাদের জন্য আমি আমার আরো তিনটি ছবির কাজ পিছিয়েছি। তারপরও যদি এমন অভিযোগ শুনতে হয় তাহলে কিছু বলার নেই।’
এদিকে অভিযোগে বলা হয়, মাহি দাবি করেছিলেন বিদেশি লোকেশনে শুটিং করার কথা। এই প্রসঙ্গে মাহি বলেন, ‘তারা সাইনিং করানোর সময় বলেছিলো যে, ইন্দোনেশিয়ার বালি দ্বীপে শুটিং করবে কিন্তু করেনি। দার্জেলিং শুটিং করবে তাও করেনি। অথচ ঈদে বড় বড় চলচ্চিত্র মুক্তি পাবে। তাদের ছবির সঙ্গে অনেকদিন পর আমার একটি ছবি দিয়ে আমি ফিরছি। অথচ তারা তাদের দেয়া কথা রাখেনি।’
পরিচালক সমিতি আমার বিরুদ্ধে উকিল নোটিশ পাঠাতেই পারে। আমি অবশ্যই তার সমাধান করতে চাই। আমার কথা শুনলেও তারা নিশ্চয়ই বুঝবে। ছবির কর্তৃপক্ষ এমনকি কলকাতার নায়ক বনিকেও শিডিউল শেষ হওয়ার পর আরো সময় চেয়েছিল।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ