
ধুনট বার্তা
_____
নিউজ ডেস্ক।
সম্প্রতি টাকা নিয়ে মুখরোচক গল্পের শেষ নেই। তবে এসব অনেক গল্পেরই বস্তনিষ্ঠতা খুঁজে পাওয়া গেছে। এবার কাড়ি কাড়ি টাকা পাওয়া গেছে ঘাসের বস্তায়। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ফেনীর পরশুরামের সীমান্তবর্তী এলাকায়। বৃহস্পতিবার বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ঘাসের বস্তা থেকে সাড়ে চার লাখ টাকা উদ্ধার করেছে। পরশুরামের বিলোনিয়ার বাউর পাথর থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে পরশুরাম বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. রফিকুল ইসলাম টহল দেয়ার সময় বস্তাসহ রতন চন্দ্র সরকারকে সন্দেহ হয়। পরে বিজিবি সদস্যরা তাকে ধরে বস্তা তল্লাশি করে ঘাসের ভেতর থেকে সাড়ে চার লাখ টাকা উদ্ধার করে।
আটক ব্যক্তি পরশুরাম পৌর এলাকার সতিশ চন্দ্র সকারের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।
বিজিবির হাবিলদার মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন চন্দ্র সরকার বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ফেনী শহরের এক ব্যক্তির হয়ে টাকাগুলো নিয়ে আসতেন। পরে ওই ব্যক্তি গাড়িযোগে পরশুরাম থেকে টাকাগুলো নিয়ে যেতেন। বিগত প্রায় ছয় মাস ধরে তিনি এ কাজ করছেন।
তবে তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন বিজিবি কর্মকর্তা।
সূত্র : ডেইলি বাংলাদেশ

