এবার বিচারপতি কারনানকে ৬ মাসের কারাদণ্ড

নিউজ ডেস্ক.

এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সিএস কারনানকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতিসহ ৮ জন বিচারপতিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ডের নজিরবিহীন রায় প্রদান করার স্বল্প সময়ের মধ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি সিএস কারনানক ৬ মাসের জেল দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত।
আদালত অবমাননার দায়ে তাকে এই শাস্তি প্রদান করে কলকাতা পুলিশ প্রধানকে বিচারপতি কারনানকে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার বিচারপতি কারনান তার কলকাতার নিউ টাউনের বাসভবন থেকে প্রধান বিচারপতিসহ ৮ বিচারপতির কারাদণ্ডের রায় দেন। ১২ পৃষ্ঠার রায়ে বিচারপতিদের ৫ বছর করে সশ্রম কারাদণ্ডের সঙ্গে ১ লাখ রুপি করে জরিমানারও নির্দেশ দেন তিনি।
চলতি বছরের প্রথমদিকে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি কারনান ভারতের ২০ জন ‘দুর্নীতিগ্রস্ত বিচারকের’ নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে তদন্ত দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি পাঠান। এ ঘটনার পর তাকে বদলি করে কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দেয় সুপ্রিম কোর্ট। তখন থেকেই বিচারপতি কারনান এবং সুপ্রিম কোর্ট মুখোমুখি অবস্থানে রয়েছে। সুপ্রিম কোর্ট বিচারপতি কারনানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনলে সংশ্লিষ্ট বিচারকদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন তিনি। প্রধান বিচারপতি জে এস খেহারের নেতৃত্বাধীন ৭ সদস্যের বেঞ্চ ১ মে বিচারপতি কারনানের মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেন। এরই মধ্যে বিচারপতি কারনানের বিচারিক ও প্রশাসনিক ক্ষমতা কেড়ে নেন সুপ্রিম কোর্ট।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ