Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বিনোদন ডেস্ক.
ওসামা বিন লাদেন ও আল কায়দাকে নিয়ে এবার ছবি বানাচ্ছেন ভারতীয় পরিচালক বিশাল ভরদ্বাজ। ছবির নাম অ্যাবোটাবাদ। ছবির প্রযোজনা করবে ভরদ্বাজ ও জাঙ্গল পিকচার্স।
ক্যাথরিন স্কট- ক্লার্ক ও অ্যাডরিয়ান লেভি রচিত দা এক্সাইল দা ফ্লাইট অফ ওসামা বিন লাদেন অবলম্বনে ছবিটি তৈরি হচ্ছে। যেখানে ২০০১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সন্ত্রাসবাদীদের কার্যকলাপ সম্পর্কে দেখানো হবে। ছবি নিয়ে এর থেকে বেশি তথ্য এখনও সামনে আসেনি।
বিশালের আগের ছবি রেঙ্গুন। কঙ্গনা ও সইফ অভিনীত ছবিটি সেভাবে সাড়া জাগাতে পারেনি। এর আগে ওমকারা, হায়দার, সাত খুন মাফের মতো ছবি বানিয়েছেন এই পরিচালক।