সুবিশাল পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে দুর্ঘটনায় পতিত নিখোঁজ এক ভারতীয় পর্বতারোহীর মৃতদেহের খোঁজ মিলেছে বলে জানিয়েছে নেপাল কর্তৃপক্ষ। একই দুর্ঘটনায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিপর্যয়ের সম্মুখীন ১২ জনকে উদ্ধার করা হয়েছে।
চলতি সপ্তাহের শেষে ভারতের উত্তর প্রদেশের রাভি কুমার নামের ওই পর্বতারোহীর মৃতদেহ মাউন্ট এভারেস্ট পর্বতমালার একটি ফাটলের মধ্যে খুঁজে পাওয়া যায়।
বিবিসির খবরে বলা হয়েছে, কুমার সফলভাবে এভারেস্টের চূড়ায় আরোহণ করেছিলেন। কিন্তু সেখান থেকে নামার সময় তিনি তার গাইড (পথপ্রদর্শক) থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। এর ফলেই মৃত্যুমুখে পতিত হন তিনি। ২০০ মিটার বা ৬৫৭ ফুট উঁচু থেকে পড়ে তিনি এই করুণ পরিণতির শিকার হন বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি ওই দলটির গাইডকে যেখানে কুমারের মৃতদেহ মিলেছে তার ঠিক ৮ হাজার মিটার নিচে ৪নং ক্যাম্পের কাছে অজ্ঞান ও হিমায়িত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
কুমারদের পর্বতারোহণ তত্বাবধান ও সহযোগিতার দায়িত্বে থাকা পর্যটন সংস্থা জানিয়েছে, কুমারের মৃতদেহ এমন দুর্গম এলাকায় আটকে আছে যে তা খুব শিগগিরই উদ্ধার করা সম্ভবপর নয়। সূত্র: বিবিসি
নিউজ ডেস্ক. বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফেসবুক। দৈনন্দিন জীবনের নানা ঘটনার স্ট্যাটাস ফেসবুকে পোস্ট করেন অনেকেই। একই সঙ্গে…