এমপি রানার আবেদন হাইকোর্টে খারিজ

নিউজ ডেস্ক.


মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে টাঙ্গাইল-৩ আসনের সরকার দলীয় এমপি আমানুর রহমান খান রানার রিভিশন আবেদন ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে এমপি রানার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হেদায়েত কবির খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরোয়ার কাজল।

এর আগে গত ২৯ অক্টোবর অভিযোগ গঠন বাতিল চেয়ে চেয়ে হাইকোর্টে আবেদন করেন এমপি রানা। গত ৬ সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালতে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় এমপি রানার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তিনি বর্তমানে কারাগারে আছেন।

উল্লেখ্য, ২০১৩ সালের জানুয়ারিতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ