
ধুনটের এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহন করেছেন আব্দুল মমিন। এরআগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সহসভাপতি ছিলেন। বুধবার তিনি প্রধান শিক্ষকের কার্যালয়ে দায়িত্ব গ্রহন করেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ ও স্থানীয় নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে স্বাগত জানান। দায়িত্বগ্রহনকালে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন আব্দুল মমিন।

এসময় উপস্থিত ছিলেন এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাদৎ হোসেন পিস্টন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিএম সম্রাট, উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন, যুবদল নেতা আব্দুল হালিম, রুমন, এমদাদুল হক রাজু, মোমিন ইসলাম, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক, স্বেচ্ছাসেবক দল নেতা মাহমুদুল হাসান মিলন, আপেল মাহমুদ, উপজেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মিঠু, ছাত্রদল নেতা আব্দুল হালিম, আল মামুন ও জিসান।

দায়িত্বগ্রহন শেষে আব্দুল মমিন বলেন, আমি এ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলাম। আজ এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করলাম। আমি আমার মেধা ও সততা দিয়ে আন্তরিক ভাবে বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন কাজ করবো।

