এসএসসি পরীক্ষায় শেরপুরে শীর্ষে আরডিএ স্কুল এন্ড কলেজ

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি.

এসএসসি পরীক্ষায় বগুড়ার শেরপুর উপজেলায় ফলাফলে শীর্ষে (আরডিএ)পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ। এ বিদ্যালয়ে পাশের হার শতভাগ।
সংশ্লিস্ট সূত্রে জানাযায়, ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় ঐ বিদ্যালয় থেকে তিনটি বিভাগে মোট ২০৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সবাই পাশ করেছে। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিল ১৭৬ জন জিপিএ-৫ পেয়েছে ১৬৯ জন ও ‘এ’ গ্রেড পেয়েছে ৭ জন। মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিয়েছিল ১৯ জন জিপিএ-৫ পেয়েছে ৪ জন ও ‘এ’ গ্রেড পেয়েছে ১৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষা দিয়েছিল ১১ জন জিপিএ-৫ পেয়েছে ৭ জন এবং ‘এ’ গ্রেড পেয়েছে ৪ জন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ