Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
ক্রীড়া ডেস্ক.
ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়েছে সবার। এতেই আসছে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে তামিমকে দলে চায় এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব।
জানা গেছে, চ্যাম্পিয়েন্স ট্রফির প্রথম দুই ম্যাচে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি ও ৯৫ রানের দুর্দান্ত পারফর্মেন্সের পরই তামিমকে প্রস্তাব দেয় এসেক্স। এরপর কথাবার্তাও অনেকটা এগিয়েছে। তামিমকে আনুষ্ঠানিক চুক্তিপত্রও পাঠানো হয়েছে।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফিরে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের সিরিজ থাকায় ব্যস্ত থাকবেন তামিম। যদিও আগামী ৭ জুলাই থেকে শুরু হতে যাওয়া ন্যাটওয়েস্ট টি-টোয়ন্টি ব্লাস্টের সময় জাতীয় দলের খেলা থাকবে না। তবে দীর্ঘ সময় ধরে খেলার কারণে তামিম শরীরের দকল নিতে পারবে নাকি সেটিই দেখার বিষয়।
এসেক্সের হয়ে খেলতে রাজী হলে তামিম সঙ্গী হিসেবে পাবেন অধিনায়ক রায়ান টেন ডেসকাট, অ্যালেস্টার কুক, রবি বোপারা, আসহার জাইদি, জেমস ফস্টারদের।