Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বিনোদন ডেস্ক.
ঐশ্বর্যা রাই। যিনি বিয়ের পরে ঐশরিয়া রাই বচ্চন হিসেবে পরিচিত। জাতীয় পুরস্কার বিজয়ী ভারতীয় অভিনেত্রী এবং প্রাক্তন বিশ্ব সুন্দরী তিনি। বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী ৪৪তম জন্মদিন আজ বুধবার। ১৯৭৩ সালের এই দিনে ভারতের কর্ণাটক রাজ্যের মাঙ্গালোরে জন্মগ্রহণ করেন তিনি।
তার বাবার নাম কৃষ্ণরাজ রাই, তিনি ছিলেন জীববিজ্ঞানী। মা বৃন্দা রাই গৃহিণী। ঐশ্বরিয়া রাইয়ের পরিবারে বাবা-মা ছাড়াও আছেন বড় ভাই। নাম আদিত্য রাই। পেশায় ইঞ্জিনিয়ার হলেও তিনিও বিভিন্ন সময় ঐশ্বরিয়ার সিনেমা প্রযোজনা করেছেন। ঐশ্বরিয়া অভিনীত ‘দিল কা রিশতা’ প্রযোজনার মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাম লেখান আদিত্য।
অভিনয় জগতে পদার্পণ করার আগে তিনি মডেলিং করতেন এবং ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরি খেতাব অর্জন করার পর ব্যাপক খ্যাতি লাভ করেন। তিনি আন্তর্জাতিক চলচ্চিত্রসহ চল্লিশটিরও বেশি হিন্দি, ইংরেজি, তামিল, এবং বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন।
প্রতিবারই বেশ আয়োজন করে উদযাপন করা হয় ঐশরিয়ার জন্মদিন। নিজের জন্মদিনটি উদযাপন করবেন শ্বশুরবাড়িতে, অর্থাৎ বচ্চন পরিবারের সঙ্গে। ইতিমধ্যে বচ্চনরা বেশ কিছু সারপ্রাইজ রেখেছেন ঐশরিয়ার জন্য। রাত ১২টার সময় শ্বশুর অমিতাভ বচ্চন, শাশুড়ি জয়া, স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যকে সঙ্গে নিয়ে কেক কেটে তার জন্মদিনের প্রথম পর্বটি শেষ করেছেন। তবে এখনো আসল অনুষ্ঠান বাকি। এই কেক কাটার আনুষ্ঠানিকতা সারাদিন চলবে কয়েক ধাপে।
এদিকে ঐশরিয়াকে একটি ভিন্নধর্মী উপহার দিতে যাচ্ছেন স্বামী অভিষেক বচ্চন। শ্বশুর অমিতাভও বিশেষ উপহার দেবেন পুত্রবধূকে। সব মিলিয়ে আজকের জন্মদিনটি বেশ স্মরণীয় হয়ে থাকবে ঐশ্বর্যের কাছে।
উল্লেখ্য, ১৯৯৪ সালে ভারতের প্রতিনিধি হিসেবে বিশ্বসুন্দরী নির্বাচিত হন ঐশরিয়া। ১৯৯৭ সালে তামিল ছবি ‘ইরুভার’-এ অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর ‘অউর পেয়ার হোগায়া’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন তিনি। তবে ১৯৯৯ সালে সালমানের বিপরীতে ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন ঐশ্বর্য। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। নিয়মিত একাধিক ছবিতে অভিনয় করে গেছেন। এসব ছবির মাধ্যমে নিজেকে অভিনেত্রী হিসেবে নিজেকে সাফল্যের সর্বোচ্চ শিখরে বসিয়েছেন এ অভিনেত্রী।
২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করে সংসারী হন তিনি। এখন তিনি আরাধ্য নামে একটি কন্যা সন্তানের মাও। সম্প্রতি তিনি জানিয়েছেন, দীর্ঘ বিরতির পর সামনের মাসে আবার বলিউডে প্রত্যাবর্তন ঘটছে তার।