ঐশ্বরিয়ার সঙ্গে রোমান্স করবেন মাধবন


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বিনোদন ডেস্ক.



    ঐশ্বরিয়ার আগামী ছবি ‘ফ্যানি খান’-এর শুটিং শুরু হয়েছে। প্রায় ১৭ বছর পর এই ছবিতে ফের অন-স্ক্রিন কেমিস্ট্রি দেখা যাবে ঐশ্বরিয়া রাই ও অনিল কাপুরের।

    ইন্ডাস্ট্রি সূত্রে খবর, শুধু অনিল কাপুরই নন, ছবিতে প্রাক্তন বিশ্ব সুন্দরীর সঙ্গে রোমান্স করবেন ‘রহেনা হ্যায় তেরে দিল মে’র ‘ম্যাডি’, আর মাধবন।

    এর আগে ২০০৭-এ মণি রত্নেমের ‘গুরু’ ছবিতে এক সঙ্গে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া-মাধবন। যদিও সেখানে রোমান্সের কোনো সুযোগ ছিল না।

    সূত্রের খবর, ‘ফ্যানি খান’ ছবিতে দুই অনিল ও মাধবন, দুজনের সঙ্গেই চুটিয়ে প্রেম করবেন বচ্চন-বধূ। যদিও চরিত্রগুলো নিয়ে বিশদে এখনো কিছু জানা যায়নি।

    নতুন পরিচালক অতুল মঞ্জরেকরের ‘ফ্যানি খান’-এ একটি সতেরো বছরের নাবালিকার রকস্টার হওয়ার গল্প রয়েছে। চিত্রনাট্যে ‘বডি শেমিং’-এর মতো সামাজিক সমস্যা নিয়ে মেসেজ রয়েছে। রাকেশ ওম প্রকাশ মেহরা প্রযোজিত এই ছবি মুক্তি পাবে ২০১৮ সালে এপ্রিলে।
    সূত্র : আনন্দবাজার

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ