ওয়ার্নারকে ফেরালেন মুস্তাফিজ

ক্রীড়া ডেস্ক.


শেষ পর্যন্ত স্বস্তি বাংলাদেশ শিবিরে। বিপজ্জনক ডেভিড ওয়ার্নারকে তুলে নেয়া গেছে। ৮৮তম ওভারে মুস্তাফিজের বাউন্সারে ইমরুল কায়েসের তালুবন্দি হন তিনি।

এই প্রতিবেদন লেখার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ২৯৮। ৭ রানে পিছিয়ে তারা। ওয়ার্নারের বিদায়ের পর ম্যাক্সওয়েলের সঙ্গে যোগ দিয়েছেন হিলটন কার্টরাইট।

এর আগে ২০তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসের পর আবারও তিন অঙ্কের দেখা পেলেন তিনি। অস্ট্রেলিয়ার ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে এশিয়ায় টানা দুই সেঞ্চুরি তুলে নিলেন এ ওপেনার। ২৩৪ বলে ১২৩ রানের ইনিংস খেলেন তিনি। নিজের স্বভাববিরুদ্ধ ব্যাটিংই করেছেন অস্ট্রেলীয় সহঅধিনায়ক। বাউন্ডারি মেরেছেন মাত্র ৭টি।

আজ দিনের প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হন পিটার হ্যান্ডসসম্ব। দলীয় ২৫০ রানে সাকিব আল হাসানের এক দারুণ থ্রোয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ৮২ রান করেন হ্যান্ডসকম্ব।

প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। গতকাল অসি ইনিংসে প্রথম আঘাত হানেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় ওভারে ওপেনার ম্যাট রেনশকে সাজঘরে ফেরান তিনি। এরপর অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ব্যাটে ইনিংস গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় উইকেট জুটিতে ৯৩ রান যোগ করেন তাঁরা। জুটিটা ভাঙেন তাইজুল। নিজের প্রথম বলেই স্মিথকে বোল্ড করেন বাঁহাতি এই স্পিনার। ৯৪ বলে ৫৮ রান করেন অসি অধিনায়ক।

এরপর ১০০ রানের জুটি বেঁধে বাংলাদেশের কাজটা আরো কঠিন করে তোলে ওয়ার্নার-হ্যান্ডসকম্ব জুটি। ওয়ার্নারকে ফেরানোর বেশ কয়েকটি সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। শর্ট লেগে মুমিনুল ওয়ার্নারের ক্যাচ ছাড়েন। এরপর ব্যক্তিগত ৭৩ রানে আরেকটি সুযোগ পান মুশফিক। মিরাজের বলে এগিয়ে এসে মারতে গিয়েছিলেন ওয়ার্নার। সহজ স্টাম্পিংয়ের সুযোগ মিস করেন অধিনায়ক মুশি।

এর আগে মুশফিকের ৬৮, সাব্বির রহমানের ৬৬ ও নাসির হোসেনের ৪৫ রানে ভর করে প্রথম ইনিংসে ৩০৫ রান করেছে বাংলাদেশ। অসি বোলারদের মধ্যে নাথান লায়ন একাই নিয়েছেন ৭ উইকেট।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ