কক্সবাজারে বিপুল আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক

নিউজ ডেস্ক.



কক্সবাজার জেলার কুতুবদিয়া থানাধীন কৈয়ারবিল এলাকা থেকে বিপুল পরিমানে আগ্নেয়াস্ত্রসহ মনুয়ারুল ইসলাম চৌধুরী মুকুল (৫২) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার ভোর রাতে তাকে আটক করা হয়। আটক মনুয়ারুল ইসলাম চৌধুরী মুকুল কুতুবদিয়া থানাধীন পরান সিকদার পাড়া গ্রামের মৃত ডা. জাবেদ আহমেদ চৌধুরীর ছেলে।

র‌্যাব-৭ এর জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু সংখ্যক লোকজন সন্ত্রাসী কর্মকান্ডের উদ্দেশ্যে অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসী মুকুল কে আটক করা হয়। এসময় তার দেখানো মতে বসত ঘর তল্লাশি চালিয়ে ৬ টি এসবিবিএল, ১৩ টি ওয়ান শুটারগান এবং ৬২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে কুতুবদিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তি বলা হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ