Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সঞ্চয়পত্রের সুদের হার কিছুটা কমানো হবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে একথা বলেন তিনি।
নিজের বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ আমি বলেছি যে সঞ্চয়পত্রের সুদের হার কিছু কমানো হবে। সাধারণত সঞ্চয়পত্রে যে সুদের হারটা প্রিভেলেন্ট (বিদ্যমান) তার থেকে একটু বেশি রাখা হয়। কিন্তু সেটাকে খুব বেশি রাখা উচিত নয়। আমাদের মোটামুটিভাবে একটা হিসাব হলো যে, যেটা ইন্টারেস্ট রেট (সুদের হার) মার্কেটে আছে তার থেকে অন্ততপক্ষে দুই পারসেন্ট মিনিমাম বেশি রাখা দরকার এবং সেই অনুযায়ী এর আবার পুনর্নির্ধারণ করা হবে।’
এর আগে ২৭টি খাতে অতিরিক্ত খরচ সংসদে অনুমোদনের মধ্য দিয়ে ২০১৬-১৭ সালের সম্পূরক বাজেট পাস হয়।
সম্পূরক বাজেট পাসের আলোচনায় বিরোধী দলের পক্ষ থেকে কয়েকটি মন্ত্রণালয়ের অতিরিক্ত খরচের হিসাব স্পষ্ট করার দাবি ওঠে। তবে সেসব দাবি হ্যাঁ-না ভোটে বাতিল হয়ে গেলে সম্পূরক বাজেট পাস হয়ে যায়।
এ সময় অর্থমন্ত্রী মুহিত জানান, সঞ্চয়পত্রের ওপর সুদের হার কিছু কমানো হলেও তা আমানতের সুদের হারের চেয়ে ২ শতাংশ বেশি রাখা হবে। টাকা পাচাররোধে আগামী মাসের মধ্যে কালো টাকার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী।