Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
কোরবানির ঈদ সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিন কমলাপুর স্টেশনে দেখা গেছে উপচেপড়া ভিড়।
আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে কমলাপুর স্টেশনের ২৩ কাউন্টারে একযোগে টিকিট বিক্রি শুরু হয়। এদিন দেয়া হচ্ছে ৩১ আগস্ট ঈদযাত্রার অগ্রিম টিকিট।
এবার কোরবানির ঈদে ৩ দিনের সরকারি ছুটি শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। তার আগের দিন বৃহস্পতিবার, অর্থাৎ শেষ কর্মদিবস হওয়ায় সেদিনের টিকিটের চাহিদাই সবচেয়ে বেশি।
অগ্রিম টিকিট নেয়ার জন্য আগের দিন থেকে লোকজন ভিড় করছেন কমলাপুরে। প্রতিটি কাউন্টারের সামনেই টিকিটপ্রত্যাশীদের দীর্ঘ লাইন।
এদিন ৩১টি আন্তঃনগর ট্রেনের বিভিন্ন গন্তব্যের ২২ হাজার ৪৯৬টি টিকিট বিক্রি করা হচ্ছে। ৩৫ শতাংশ টিকিট কোটার জন্য রেখে বাকি টিকিট কাউন্টারে বিক্রি হচ্ছে। এ ছাড়া ঈদের বিশেষ ট্রেনের ২ হাজার ৬০৬ টিকিটও কাউন্টারে পাওয়া যাচ্ছে।
রাজশাহীর ধূমকেতু এক্সপ্রেসের টিকিটের জন্য সোমবার সকাল থেকে স্টেশনে অপেক্ষার প্রায় ২৭ ঘণ্টা পর মঙ্গলবার সকালে টিকিট পেয়েছেন তিনি। তিনি বলেন, ‘অনেক দিন পর বাড়ি যাব। টিকিট পেয়ে খুব ভালো লাগছে। ট্রেনে ঝুঁকি কম বলে টিকিটের জন্য এত কষ্ট করি।’
প্রতিদিনের মতো আজও যাত্রীদের অভিযোগ ছিল এসি টিকিট নিয়ে। রাজশাহীর ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরার টিকিট চেয়েছিলেন আবদুর রহমান নামের এক যাত্রী। তবে টিকেট পাননি তিনি। তিনি বলে, ‘আমি সিরিয়ালের শুরুতেই ছিলাম। আমার সিরিয়াল নম্বর ১৫। কিন্তু দুটি এসি টিকিট চাইলে আমাকে দেয়া হয়নি। আমরা সকাল থেকে দেখলাম রেলের লোকজন কাউন্টারের ভেতরে গিয়ে টিকিট কিনে নিচ্ছে। তা হলে আমরা টিকিট পাব কেমনে?’
কমলাপুরের স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী জানালেন, গত বছরের চেয়ে এবার অগ্রিম টিকিটপ্রত্যাশীর ভিড় বেশি বলে তাদের মনে হয়েছে। আর ৩১ আগস্টের টিকিটের জন্য এবার সবচেয়ে বেশি ভিড় হয়েছে মঙ্গলবার।
তিনি বলেন, ‘টিকিট তো নির্ধারিত। তাই সবাইকে প্রত্যাশিত টিকিট দেয়া সম্ভব হয় না। এ কারণে লোকজন অভিযোগ করে বেশি। আমাদের যা টিকিট আছে, তার বাইরে তো আমরা দিতে পারব না।’