Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
পাকিস্তানের বন্দর নগরী করাচির সৈকতে আরব সাগরে ডুবে সৌদি আরবের তিন নাগরিক মারা গেছেন। শনিবার সৈকতের নিলাম পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যম।
সিন্ধু প্রদেশের পুলিশের ইনস্পেক্টর জেনারেল এ.ডি. খাওয়াজার বরাতে বার্তা সংস্থা আনাদলু জানায়, নিহতদের একজন সৌদি কনস্যুলেটের ছেলে এবং অপর দুইজন কনস্যুলেটের কর্মী। তাদের সবার লাশ সাগর থেকে উদ্ধার করা হয়েছে এবং রবিবার সৌদি আরবে পাঠানো হবে।
পুলিশ জানায়, করাচির পশ্চিমাঞ্চলীয় জেলা মেট্রোপলিসের জনপ্রিয় হাওকসবে সৈকতে পিকনিক করতে যান তারা। এসময় পানিতে নামলে তারা ডুবে যান। এতে তিনজন মারা গেলেও তাদের দুই বন্ধুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, সাগরে ডুবে মারা যাওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় চলতি বছরের মে মাসে করাচি সৈকতে পানিতে নামা এবং গাড়ি চালানোর ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল কর্তৃপক্ষ। করাচির কয়েকটি সৈকতে মে মাসে প্রাণ হারিয়েছিল ১৮ ব্যক্তি।
২০১৪ সালের আগস্টে ঈদের ছুটিতে সৈকতে পিকনিক করতে গিয়ে ৪৬ জন আরব সাগরে ডুবে মারা যায়। তারা সকলেই সতর্কতা উপক্ষা করে সাগরে সাঁতারে নেমেছিল। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন