
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ তৃতীয় দিন দেশে করোনায় ১০০ জনের কম মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৭২৪ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ২৬ হাজার ১০৯ জন। এছাড়া মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জন। সর্বশেষ ২৪ঘন্টায় পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক শূন্য ৭ শতাংশ।
সোমবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

