Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
ক্রীড়া ডেস্ক.
লিওনেল মেসি-নেইমার ও সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর পর কর ফাঁকি মামলায় ফেঁসে গেলেন আর্জেন্টাইন তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া। কর ফাঁকি মামলায় স্পেনে ফেঁসে গেছেন তিনি। আর জেল থেকে বাঁচতে মোটা অঙ্কেরই জরিমানা দিতে হচ্ছে রিয়াল মাদ্রিদের এই সাবেক তারকাকে।
স্প্যানিশ গণমাধ্যমগুলো থেকে জানা যায়, কর ফাঁকি মামলায় ফেঁসে যাওয়ায় জেল থেকে বাঁচতে ১৭ লাখ ৬০ হাজার ব্রিটিশ পাউন্ড জরিমানা দিচ্ছেন ডি মারিয়া। রিয়াল মাদ্রিদে থাকাকালীন স্প্যানিশ সরকারকে ১১ লাখ ৪০ হাজার ব্রিটিশ পাউন্ড কর ফাঁকি দেয়ায় দোষী প্রমাণিত হন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। প্রায় ৬০ পার্সেন্ট জরিমানাসহ তাই ১৭ লাখ ৬০ হাজার ব্রিটিশ পাউন্ড জরিমানা দিতে হচ্ছে ডি মারিয়াকে।
এদিকে, দুই মেয়াদে কর ফাঁকি দিয়েছেন বলে স্বীকার করেছেন ডি মারিয়া। প্রতি মেয়াদের জন্য ছয় মাস করে জেলের শাস্তি পেয়েছেন তিনি। এক বছরের জেল থেকে বাঁচতে মোটা অঙ্কের অর্থ জরিমানা দিচ্ছেন এই আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার।