কাজিপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি.

মঙ্গলবার বিকেলে কাজিপুর থানা চত্বরে কমিউনিটি পুলিশিং এর এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কাজিপুর থানার অফিসার ইন চার্জ সমিত কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন। তিনি বলেন, সমাজ থেকে সব ধরনের অপরাধ নির্মূল করতে পুলিশের পাশাপাশি জনতার অংশগ্রহণ জরুরী। জনগণ যখন সজাগ হবে তখনই সমাজ হবে অপরাধমুক্ত। আর এই লক্ষ্যেই কমিউনিটি পুলিশিং ফোরাম কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল সরকার।
এসআই রবিউল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, কাজিপুর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জিএম তালুকদার, কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান নান্নু, এসআই আয়নাল হক প্রমূখ বক্তব্য রাখেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ