কাজিপুরে কুইজ বিজয়ীরা পেল গাছের চারা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি.

সিরাজগঞ্জের কাজিপুরের সোনামুখী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘জ্ঞান জিজ্ঞাসা’র কুইজ বিজয়ীরা পেল গাছের চারা। সোমবার দুপুরে শিক্ষার্থীদের অংশ গ্রহণে এই অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন মুজিবপাড়া দুঃস্থ কল্যাণ ট্রাস্ট ও আরএস রেডিও এফএম ৮৭.৬. মমতা ফাউন্ডেশন ও রাজফুল ফাউন্ডেশন।

এসময় মাদ্রাসার শিক্ষার্থীরা সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের প্রত্যয় ব্যক্তম করেন।

রাষ্ট্রপতি স্বর্ণপদকপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কৃষিবিদ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক আবদুল জলিল, কাজিপুর সচেতন নাগরিক সমাজের সভাপতি ফজলুল হক মনোয়ার, অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, শিক্ষক মাওলানা মনিরুল ইসলাম, শিলা খাতুন প্রমূখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ