Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আব্দুল জলিল.কাজিপুর (সিরাজগঞ্জ) থেকে.
সিরাজগঞ্জের কাজিপুরে গণপিটুনীতে উজ্জল হোসেন (৪৫) নামে এক চোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় কাজিপুর উপজেলার যমুনা নদীর নাটুয়াপাড়া চর তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত উজ্জল হোসেন উপজেলার চরগিরিস ইউনিয়নের চরনাতিপাড়া গ্রামের আকবর আলীর ছেলে।
নাটুয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিমল কুমার সরকার জানান, বৃহস্পতিবার রাতে নাটুয়াপাড়া চরে বিভিন্ন বাড়িতে ছাগল চুরি করার জন্য হানা দেয় উজ্জল হোসেন। বিষয়টি স্থানীয়রা বুঝতে পেরে তাকে ধরে ফেলে গণপিটুনী দেয়। এরই এক পর্যায়ে সে মারা যায়। সকালে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে। লাশের ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরনের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।