কাজিপুরে বৃক্ষরোপন উদ্বুদ্ধকরণে গাছের চারা বিতরণ

কাজিপুর প্রতিনিধি.


বৃক্ষরোপনে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে কাজিপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘জ্ঞান জিজ্ঞাসা’র কুইজ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার রশিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে এই অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন মুজিবপাড়া দুঃস্থ কল্যাণ ট্রাস্ট, রাজফুল ফাউন্ডেশন, মমতা ফাউন্ডেশন ও আরএস রেডিও এফএম ৮৭.৬।

সবুজ পৃথিবী গড়তে বৃক্ষের উপকারিতা সম্পর্কিত কুইজে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে কুইজ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে গাছের চারা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি স্বর্ণপদকপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কৃষিবিদ আব্দুর রাজ্জাক, কাজিপুর সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক আবদুল জলিল, কাজিপুর সচেতন নাগরিক সমাজের সভাপতি ফজলুল হক মনোয়ার, আরএস টিভির রাজিব জামান, প্রধান শিক্ষক আকতারুজ্জামান বাদশা, শিক্ষক আব্দুল আলিম, শ্রাবণী আরেফিন, নুসরাত জাহান প্রমূখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ