কাজিপুরে হেরোইন ও ইয়াবাসহ ৪ জন আটক


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি.

    সিরাজগঞ্জের কাজিপুরে পৃথক অভিযানে চার মাদক সেবি ও কারবারিকে আটক করেছে থানা পুলিশ। গতকাল বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

    আটকৃতরা হলেন, উপজেলার মানিকপোটল গ্রামের দুদু মিয়ার ছেলে সেলিম রেজা (৩৪), আলমপুর গ্রামের মোকছেদ তালুকদারের ছেলে রুবেল তালুকদার (৩৬), সাতকয়া গ্রামের মৃত ওসমান গণির ছেলে খায়রুল ইসলাম (২৩) এবং বরইতলি গ্রামের আয়নাল হকের ছেলে রুহুল (৩৫)।

    থানা সূত্রে জানা গেছে, উপজেলার আলমপুর এলাকায় অভিযান চালিয়ে একটি সেচপাম্পের ঘর থেকে সেলিম রেজা ও রুবেল তালকদারকে হেরোইনসহ আটক করা হয়। একই দিন মেঘাইঘাট এলাকা থেকে খায়রুল ইসলামকে ৬০ পিস ইয়াবা ও সিমান্তবাজার এলাকা থেকে রুহুলকে হেরোইনসহ আটক করা হয়।

    কাজিপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার ধুনট বার্তাকে জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়েছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ