কাজিপুর যমুনা বাঁধের ২৫ মিটার ধস, আতঙ্কে লাখো মানুষ


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

আব্দুল হালিম লাভলু, সিরাজগঞ্জ থেকে.


সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর তীর সংরক্ষন বাঁধের ঢেঁকুরিয়া পয়েন্টে ধ্বস নেমেছে। বৃহস্পতিবার সকাল থেকে থেমে থেমে রাত সাড়ে ৯টা পর্যন্ত কয়েক দফায় প্রায় ২৫ মিটার নদীগর্ভে বিলীন হয়ে যায়। নদীর তীর সংরক্ষন বাঁধে ধ্বস নামায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।

    এলাকাবাসির অভিযোগ, অনিয়মিত তদারকি এবং পাউবোর গাফিলতির কারণেই এই ধসের সৃষ্টি হয়েছে। চার জন বলেন, প্রতিদিন শত শত ইঞ্জিন চালিত নৌকা বাঁধে নোঙ্গর করে মালামাল ওঠানামা করে। আবার একই বাঁধের ওপরদিয়ে ভারী ট্রাক চলাচল করানোর কারণে বাঁধ ধসে যাচ্ছে।
    শুক্রবার দুপুরে ধসে যাওয়া বাঁধ এলাকায় গিয়ে দেখা যায়,সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কার্যসহকারী মাহবুব হাবিব পার্শেই স্থানীয়দের সাথে অলস সময় কাটাচ্ছেন। তার সামনেই বাঁধে নৌকা ভিড়ছে, চলছে ট্রাক।
    আপনি এসব কাজে বাধা দিচ্ছেন না কেন। এমন প্রশ্ন করলে তিনি বলেন, আমার উর্দ্ধতন কর্মকর্তারাই দায়িত্বশীল নয়। আমি একা কি করবো।
    বাঁধের তদারকির কাজে নিয়োজিত সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আবুল কাশেম কার্যসহকারীর এমন অভিযোগের কোন সদুত্তোর দিতে পারেননি। শুধৃ এটুকুই জানান, নদীর তলদেশে ঘূর্ণাবর্তের সৃষ্টির কারনে বাঁধে ধ্বস নেমেছে। আমরা বালির বস্তা ফেলে প্রতিরোধের চেষ্টা করছি।
    ঢেকুরিয়া এলাকার প্রায় পনের জন বাসিন্দার সাথে কথা বলে জানা গেছে, বাধের ধস দেখে তারা আতঙ্কে ভুগছেন। তাদের অনেকেরই বাড়ি ঘর,ফসলি জমি ইতোমধ্যে যমুনায় বিলীন হয়েছে। এখন যদি দ্রুত ব্যবস্থা না নেয়া হয়, তাহলে ব্যাপক ক্ষতি হবে। বাধের ধস প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেবার জন্য এলাকাবাসী কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ