কাজীপুরের মেঘাই স্পারে ধস : জনপদে ভাঙন আতঙ্ক


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

 

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি.


    যমুনা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় কাজীপুর উপজেলার সদর ইউনিয়নের মেঘাইতে অবস্থিত গুরুত্বপূর্ণ ১ নং সলিড স্পারে আবারো ধস দেখা দিয়েছে। এতে করে ওই এলাকার মানুষের মনে ভাঙন আতঙ্ক বিরাজ করছে। দুই বছর আগেও স্পারটি যমুনার ভাঙ্গনের কবলে পড়েছিল । বুধবার আবারো ভাঙ্গন দেখা দেয়ায় পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গন ঠেকাতে জি ও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে।

    সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব ধুনট বার্তাকে জানান, বুৃধবার রাত রাত অনুমান ৯ টায় হঠাৎ করেই ১ নং স্পারের ভাটির অংশে পানিতে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে স্পারের দক্ষিন অংশে আগের ফেলা জি ও ব্যাগ ও সিসি ব্লক পানিতে নিমজ্জিত হতে থাকে। বিষয়টি সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়।

    এদিকে বৃহস্পতিবার সকাল ১০ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, স্পারের ভাটিতে অনেক অংশ জুড়ে পানিতে ঘূর্নাবর্ত সৃষ্টি হয়েছে। স্পারের সামনের দক্ষিন অংশ ক্রমান্বয়ে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সিরাজগঞ্জের এডিসি রেভিনিউ শামিম আলী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান , কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম সহ পানি উন্নয়ন বের্ডের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    পাউবো’র নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ধুনট বার্তাকে জানান, ভাঙ্গন ঠেকাতে জরূরী ভিত্তিতে ১০ হাজার জিও ব্যাগ ও প্রয়োজনীয় সংখক সিসি ব্লক ড্যাম্পিং করা হবে। তিনি আরও জানান, আগামী মাসের মধ্যে ৪শ ৭৮ কোটি টাকা ব্যয়ে ৪ কিঃ মিঃ নদী তীর সংরক্ষণ কাজ এবং ১৮ কিঃমিঃ যমুনা নদী ড্রেজিং এর কাজ করা হবে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ