কাজীপুরে ইউপি সদস্যের নিকট থেকে ফেয়ারপ্রাইজের কার্ড জব্দ


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

কাজীপুর প্রতিনিধি.


কাজীপুরের গান্ধাইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মনজুরুল ইসলামের বিরুদ্ধে ফেয়ারপ্রাইজের কার্ড আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম ঐ সদস্যের কাছে রাখা ১০টি কার্ড তদন্তের জন্য জব্দ করেছেন।

    মঙ্গলবার দুপুরে উপজেলার দুবলাই গ্রামে চাল বন্টনের স্থানে গিয়ে স্থানীয়সূত্রে জানা যায় ইতোপূর্বে মনজুরুল মেম্বর তাঁর নিজের ওয়ার্ডের ১০ জন হতদরিদ্র মানুষকে কার্ডের মেয়াদ শেষ হয়েছে তাই নবায়ন করতে হবে বলে সেগুলো নিয়ে নেন। পরে তিনি সেই কার্ডের বিপরীতে চাল উত্তোলন করে নিজে আত্মসাৎ করেন। চলতি বছর একই কায়দায় কার্ডগুলির বিপরীতে চাল উত্তোলনের চেষ্টা করলে স্থানীয় লোকজন বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানান। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি কমিশনার (ভূমি), জেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সরেজমিন গিয়ে অধিকতর তদন্তের জন্য কার্ডগুলি নিজেদের হেফাজতে নিয়ে নেন। এ বিষয়ে ওই ইউপি সদস্য জানান, চেয়ারম্যানের মৌখিক অনুমতি সাপেক্ষে আমিসহ অন্যসব মেম্বারকেও ২/৪ টি করে কার্ড দেয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম মৌখিক অনুমতির কথা অস্বীকার করে জানান, ইতোপূর্বেও ওই ইউপি সদস্য নানা অপকর্ম করেছেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা মিলেছে। আরও তদন্ত করে ঐ মেম্বরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ