কাজীপুরে ইয়াবাসেবী ছাত্রলীগ কারাগারে

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি.

কাজিপুরে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা সোহেল রানা টুটুলকে (৩০) আটকের পর কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার দুপুরে দেড়টায় সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। টুটুল কাজীপুর উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও মসলিম পাড়া গ্রামের নুর মোহাম্মদেও ওরফে বুদ্ধু মিয়ার পুত্র।
কাজীপুর থানার এএসআই মোকলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে উপজেলার মেঘাই বাজার থেকে ৩ পিচ ইয়াবাসহ ছাত্রলীগ নেতা সোহেল রানা টুটুলকে আটক করে পুলিশ। এই ঘটনায় থানার পিএসআই শেখ রফিকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। বুধবার দুপুরে তাকে সিরাজগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ