কাজীপুরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

কাজীপুর প্রতিনিধি.


কাজীপুরের হরিনাথপুর আজিম উদ্দিন মফিজ উদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রথমবারের মত অনুষ্ঠিত হলো “প্রথম দ্বি- বার্ষিক পুনর্মিলনী ২০১৭”। ১৯৬৯ সাল থেকে ২০১৭ খ্রি. পর্যন্ত ৪৯ বছরের ইতিহাসে এই প্রথম উদযাপিত হলো এই ধরণের একটি মেলবন্ধন উৎসব।

    গতকাল অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিনাথপুর আজিম উদ্দিন মফিজ উদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সহকারী শিক্ষক জনাব সাহা জ্যোতিন্দ্রনাথ, সাবেক প্রধান শিক্ষক জনাব আলহাজ্ব মোঃ আবুল মনসুর, প্রথম ব্যাচের শিক্ষার্থী বেলাল সরকার, মোখলেছুর রহমান মোহাব্বত হোসেন, রফিকুল ইসলাম, আব্দুস সাত্তার, আমিনুল ইসলাম, কামরুল ইসলাম, আশাদুল ইসলাম। বিদ্যালয়ের ১৯৯৮-১৯৯৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে এই পুনর্মিলনী উৎসব উদযাপিত হয়।

    বর্তমান প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক, কৃতি শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্যসহ ২০০০ সালের ৩১তম ব্যাচের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণের মাধ্যমে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

    সকালে পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠাকালীন সহকারী শিক্ষক জনাব সাহা জ্যোতিন্দ্রনাথ। এরপর বিশ্ববিদ্যালয়ের আদলে উপস্থিত সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি ব্যতিক্রমী র‌্যালির আয়োজন করা হয়।

    র‌্যালিটি হরিনাথপুর আজিম উদ্দিন মফিজ উদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে হরিনাথপুর সকাল বাজার পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার বিদ্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে আলোচনা সভা, স্মৃতিচারণ, দুপুরে খাবার গ্রহণ এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে ৫২ এবং ৭১ এর বীর শহীদদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

    অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত আয়োজক ছিলেন এবং অনুষ্ঠানটি সূচারুরূপে সঞ্চালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পিএইচডি গবেষক, রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক এবং ৩১তম ব্যাচের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ