Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আবদুল জলিল, কাজীপুর.
কাজীপুরে দ্রুত এগিয়ে চলছে এলজিইডির নানা প্রকল্পের কাজ। দেড়শ কোটি টাকার এসব কাজের ফলে পুরো কাজীপুর এখন নানা উন্নয়নের মোড়কে ঢাকা পড়তে চলেছে। বর্তমান সরকারের মেয়াদকালে ১০টি উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), কাজীপুর, সিরাজগঞ্জ। গৃহিত প্রকল্পগুলোর মধ্যে ভূমিহীন অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ, পল্লী সড়ক ও ব্রীজ/কালভার্ট নির্মাণ, প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ বিশেষভাবে উল্লেখযোগ্য।
কাজীপুর এলজিইডি সুত্রে জানা গেছে, বর্তমান সরকারের মেয়াদে গত নভেম্বর মাস পর্যন্ত মোট চার বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গ্রামীন অবকাঠামোর ব্যাপক উন্নয়নসহ ভূমিহীন অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাথাগোঁজার ঠাঁইসহ আর্থ-সামাজিক উন্নয়নে প্রায় ৬৬ কোটি ৫৬ লক্ষ টাকা ব্যয়ে ৮ জন ভূমিহীন অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসস্থান নির্মাণ, ২কোটি ৩৩ লক্ষ ৫৬ হাজার টাকা ব্যয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ, ১ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে ০১টি ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ, ৪ কোটি ৯০ লক্ষ ৫৬ হাজার টাকা ব্যয়ে উপজেলা কমপ্লেক্স এর সম্প্রসারিত ভবন ও হলরুম নির্মাণ অন্যতম। এছাড়া প্রায় শত কোটি টাকা ব্যয়ে ৯৫ কিলোমিটার পাকা সড়ক নির্মাণ ও সংস্কার কাজ শেষ হয়েছে। আরও ৮০ কিলোমিটার পাকা সড়ক, ৩০০মিটার ব্রীজ/ কালভার্ট, বিদ্যালয় সংযোগ সড়ক, ইউনিয়ন ভূমি অফিস, গ্রোথ সেন্টার ও ০১টি ইউনিয়ন পরিষদ নির্মাণ কাজের দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে।
এলজিইডি’র তথ্য মতে, বর্তমান কাজের গড় অগ্রগতি ৮৫ শতাংশ। এছাড়া তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচীর আওতায় প্রায় ৩০ কোটি ৫৬ লক্ষ টাকা ব্যয়ে ৬৮ টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের মধ্যে প্রায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ সমাপ্ত করা হয়েছে। অবশিষ্ট ১৮টি বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের গড় অগ্রগতি ৯০ শতাংশ যার উন্নয়ন কাজ আগামী বছরের ফেব্রুয়ারি নাগাদ শেষ হবে। উন্নয়নের বিষয়ে এলজিইডি’র উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া বলেন, সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সামনে রেখে মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মহোদয়ের নির্দেশনা মোতাবেক কাজীপুর এলজিইডি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, কাজের এ ধারা অব্যাহত থাকলে আগামী ২০২০ সালে এলজিইডি, কাজীপুরে প্রয়োজনীয় কোন সড়কই আর কাঁচা থাকবে না। এছাড়া বর্তমানে পল্লী সড়ক ও কালভার্ট মেরামত/ সংস্কার, অগ্রাধিকার ভিত্তিক গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, পিইডিপি-৩, আরটিআইপি-২, বৃহত্তর পাবনা, বগুড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পসহ অন্যান্য প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলেছে।
এছাড়াও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নকল্পে আরইআরএমপি ও জিওবি’র অর্থায়নে বিভিন্ন মেয়াদে ২৪৬ জন নারীকর্মীকে কর্মসংস্থানসহ আতœনির্ভরশীল ও সাবলম্বী হিসাবে সমাজে প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছে এবং অত্র জেলার গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে নতুন করে “সিরাজগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন” প্রকল্পের কার্যক্রম ব্যাপক ভাবে শুরু হয়েছে।