কাজীপুরে গাছের নিচে চাপা পড়ে কৃষকের মৃত্যু

কাজীপুর প্রতিনিধি.


কাজীপুরে গাছ চাপায় রুস্তম আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত রুস্তম আলী কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের চর ভানুডাঙ্গা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।

সোনামুখী ইউনিয়ন পরিষদের মেম্বর মোখলেছুর রহমান নান্নু জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে নিজ বাড়ির আঙ্গীনায় গাছ কাটছিলেন রুস্তম আলী। এরই এক পর্যায়ে সে গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

পরে পরিবারের সদস্যরা তাকে পাশ্ববর্তী ধুুট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ