কাজীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

কাজীপুর প্রতিনিধি.


সিরাজগঞ্জের কাজীপুরে গত বুধবার রাতে এক হিন্দু পরিবারের গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত গৃহবধুর নাম শ্রীমতি আকাশী রানী (২০)। সে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া গ্রামের উত্তম কুমার শীলের স্ত্রী বলে জানা গেছে। নিহতের স্বামির পরিবার ও তার পিতার পরিবার আকাশী রাণীর মৃত্যুর ভিন্ন ভিন্ন তথ্য দিলে রহস্য আরও ঘনিভূত হয়।

    জানা গেছে, কুনকুনিয়া গ্রামের শ্রী বানেশ্বর চন্দ্রের ছেলে উত্তম কুমারের সাথে সিরাজগঞ্জের সদর উপজেলার একডালা গ্রামের জীবন কুমার শীলের মেয়ে আকাশী রাণীর আড়াই বছর আগে বিয়ে হয়। শুরু থেকেই নানা কারণে আকাশী রাণী উত্তমের ঘর করতে রাজী ছিল না। এনিয়ে দুই পরিবারের মধ্যে একাধিকবার বৈঠক হলেও কোন সুরাহা হয়নি। ৭ এপ্রিল দিবাগত রাতে উত্তমের সাথে আকাশী রাণীর কথাকাটাকাটি হয়। পরদিন ৮ এপ্রিল ভোরে সবার অজান্তে নিজ ঘরের তীরের সাথে শাড়ী পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আকাশী রাণী আত্মহত্যা করে জানান আকাশীর শ্বশুরবাড়ির লোকজন। তবে নিহতের পিতার পরিবারের অভিযোগ তাদের মেয়েকে হত্যার পর তার মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। খবর পেয়ে কাজীপুর থানার অফিসার ইনচার্জ একেএম লুৎফর রহমান ঘটনাস্থলে যান । তিনি জানান, প্রাথমিক সুরতহাল রিপোর্টে লাশের শরীরে আঘাতের কোন চি‎‎হ্ন পাওয়া যায়নি। তাই লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ