কাজীপুরে জন্মাষ্টমীর আলোচনা ও শোভাযাত্রা


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

কাজীপুর প্রতিনিধি.


    বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কাজীপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে দুপুরে উপজেলার আলমপুর চৌরাস্তা থেকে এক শোভাযাত্রা শুরু হয়।

    উপজেলার বিভিন্ন মন্দিরের পূজারী ভক্তবৃন্দ এতে অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলা শহর প্রদক্ষিণ শেষে আবারো চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে কাজীপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজীপুর আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

    বিশেষ অতিথি হিসেবে কাজীপুর থানার অফিসার ইন চার্জ সমিত কুমার কুন্ডু, উপজেলা আ.লীগ সভাপতি শওকত হোসেন, সাধারন সম্পাদক খলিলুর রহমান সিরাজী, কাজীপুর হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক পরিমল কুমার তরফদার, রতন কর্মকার, বাপ্পী কুমার প্রমূখ বক্তব্য রাখেন। এই তিথি উপলক্ষ্যে কাজীপুরের নানা মন্দিরে পূজা অর্চনার আয়োজন করা হয়েছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ