Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
কাজীপুর প্রতিনিধি.
কাজীপুরে হাজরাহাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারপিটের ঘটনায় বেশ কজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রতিপক্ষের লোকজন পুড়ে দিয়েছে হতদরিদ্র কৃষক সাহেব আলীর একমাত্র থাকার ঘর। বেশকটি আমগাছ কেটে ফেলেছে এবং ঘরের সোলার প্যানেল খুলে নিয়ে গেছে।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে ও স্থানীয়সূত্রে জানা গেছে, হাজরাহাটি গ্রামের সাহেব আলী মৃত পিতা তার জীবদ্দশায় প্রতিবেশি নান্নু গংদের নিকট ১১ শতক জমি বিক্রি করে যান। কিন্তু তারা ওই দাগের ১৭ শতক জমি ভোগদখল করে আসছে। সম্প্রতি বিষয়টি প্রকাশ পেলে সাহেব আলী কিছুদিন পূর্বে ওই জমিতে একটি ঘর উঠান। এবং বেশকিছু আমের চারা লাগান।
গত বুধবার সকালে এ নিয়ে নান্নু ও সাহেব আলীর পরিবারের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এতে করে সাহেব আলীর পক্ষে স্ত্রী সোনিয়াসহ বাদশা, নূরজাহান, মালেক ও রোকেয়া মারাত্মক আহত হন। বর্তমানে তারা কাজীপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কাজীপুর থানার অফিসার ইনচার্জ সমিত কুমার কুন্ডু জানান, এ ব্যাপারে কেউ জানায়নি।
জানালে আইনগত ব্যবস্থা নেয়া হবে।