কাজীপুরে জমি সংক্রান্ত বিরোধে মারপিট : আহত দুই


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি.


    সিরাজগঞ্জের কাজীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত দুইজন সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় সহিদুল ইসলাম বাদী হয়ে গত বুধবার সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬ জনকে আসামী করে মামলা দায়ের করেছে।

    মামলা ও স্থাণীয়সূত্রে জানা গেছে, উপজেলার সোনামুখী ইউপির হরিনাথপুর গ্রামে সহিদুল ইসলাম সরকারের সাথে জমির সীমানা নিয়ে প্রতিবেশী ওমর ফারুকের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সহিদুল ইসলাম কাজীপুর থানায় ইতোপূর্বে জিডি করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে ফারুক। এরই জের ধরে গত সোমবার দুপুরে ওমর ফারুক ও তার লোকজন বাদীর বাড়ির পাশের চলাচলের রাস্তায় বেড়া নির্মাণ করতে থাকে। এসময় বাধা দিতে গেলে আসামীগণ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদী ও তার লোকজনকে ব্যাপক মারধর করে। এক পর্যায়ে তাদের আঘাতে একই গ্রামের মোজাহার আলী ও আম্বিয়া খাতুন গুরুতর জখম হন। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুল ইসলাম মারপিটের ঘটনার কথা স্বীকার করে জানান তুচ্ছ ঘটনায় এমন মারামারি অনভিপ্রেত। আইনের মাধ্যমে বিষয়টির সুরাহা হওয়া দরকার।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ