কাজীপুর প্রতিনিধি.
কাজীপুরে জাতীয় যুবদিবস উপলক্ষে এক র্যালী আলোচনা ও ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল দশটায় অনুষ্ঠিত র্যালীটি উপজেলা শহর প্রদক্ষিণ করে। যুব উন্নয়ন অধিদপ্তর কাজীপুর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ২৩ জন ঋণ গ্রহিতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন কাজীপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ বকুল সরকার।
উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে সাতদিনের প্রশিক্ষণ নেয়া যুবক/যুবতীদের মাঝে ১০ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।

