কাজীপুরে জোরপূর্বক বাড়ির সীমানা প্রাচীর গুড়িয়ে দেয়ার অভিযোগ


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

স্টাফ রিপোর্টার.


সিরাজগঞ্জের কাজীপুরে এক সরকারি কলেজের প্রভাষকের বাড়ির সীমানা প্রাচীর জোরপূর্বক গুড়িয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে শনিবার সকালে ওই প্রভাষক কাজীপুর থানায় একটি অভিযোগ করেছেন।


    থানায় দেয়া অভিযোগ ও সরেজমিন ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, কাজীপুর সরকারি মনসুর আলী কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মুশফিকুর রহমান গত বছর তার বাড়ির উত্তর সীমানায় একটি পাকা সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করলে তার প্রতিবেশি ওসমান গণি বাধা দেয়।

    এসময় ওই কলেজ প্রভাষক বিষয়টি ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুলকে অবহিত করেন। কিন্তু অজ্ঞাত কারণে ওসমান গণি ইউপি চেয়াম্যানের ডাকে সাড়া দেয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে ওই প্রভাষক রাস্তার জন্যে দুইফুট জায়গা রেখে সীমানা প্রাচীর নির্মাণ করেন।

    গত কয়েকদিন পূর্বে ওসমান গণি ওই সীমানা প্রাচীর ভাঙ্গার প্রস্তুতি নেন। বিষয়টির সুরাহার লক্ষ্যে কাজীপুর উপজেলা আ.লীগ সভাপতি খলিলুর রহমান সিরাজী ও কাজীপুর সরকারী মনসুর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম রাঙার একত্রে বসার কথা হয়।

    কিন্তু তারা বসার আগেই শনিবার গ্রামের মাতব্বর রফিকুল, আব্দুল কুদ্দুসসহ ওসমান গণি ও ইউপি সদস্য সোলেমান লোকজন নিয়ে ওই পাকা সীমানা প্রাচীর ভাঙতে শুরু করেন। খবর পেয়ে এসআই আসলাম ও এএসআই মোকলেছ দ্রুত ঘটনাস্থলে আসলে অপরপক্ষ সটকে পড়ে।

    এ বিষয়ে কাজীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল জানান, বিষয়টি সুরাহার জন্যে উভয়পক্ষকে নিয়ে বসা হবে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ