কাজীপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি.
কাজীপুরে সোনামুখী-হাজরাহাটি সড়কে পাঁচশ তালবীজ রোপন করা হয়েছে। রবিবার সকাল নয়টায় সোনমুখীতে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
কাজীপুর সাহিত্য পরিষদের আয়োজনে ও রাজফুুল ফাউন্ডেশনের সহযোগিতায় এই কর্মসূচিতে অংশ নেন সাহিত্য পরিষদের সভাপতি কৌমুদ সম্পাদক রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম পলাশী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাওন, উপদেষ্টা প্রভাষক আবদুল জলিল, হোসনে আরা আরজু, রাজফুল ফাউন্ডেশনের পরিচালক প্রভাষক সাইফুল ইসলাম নাবিল, আশরাফুল আলম টিয়া, একরামুল হক বিধ, সাংবাদিক সেলিম শিকদার প্রমূখ।

