কাজীপুরে তিনদিন ব্যাপী আজিমুশ্বান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি.


সিরাজগঞ্জের ঐহিত্যবাহী ঢেকুরিয়া হাট প্রাঙ্গনে যুব সমাজের উদ্যোগে তিনদিনব্যাপী ৮ম আজিমুশ্বান ওয়াজ মাহফিল গত শনিবার রাতে শেষ হয়েছে।

     

    প্রথম দিন গত ২ নভেম্বর সন্ধ্যায় মাহফিলের প্রধান অতিথি ছিলেন কাজীপুরের সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়। আলহ্জা মাওলানা ইয়াছিন আলীর সভাপতিত্বে দেশের বরেণ্য মোফাচ্ছেরে কোরআন আতাউল গণি ওসমানী, হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, আলহাজ ডঃ আল্লামা মুফতি সৈয়দ নজরুল ইসলাম, হাফেজ মাওলানা যুবায়ের আহম্মেদ আনছারী, হাফেজ মাওলানা আব্দুল জলিল ও শেষ দিনের প্রধান বক্তা ছিলেন আলহাজ হাফেজ মোঃ তোফাজ্জল হোসেন ভৈরবী সাহেব।

    শেষ দিন উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও মাইজবাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ শওকত হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান তালুকদার জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু প্রমূখ। এবারের ওয়াজ মাহফিলের শেষদিনে প্রায় ৫৫ হাজার লোকের জমায়েত হয়েছিল বলে কমিটির সূত্রে জানা গেছে। যুব সমাজের নেতা ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর রহমান মুকুল জানান, শেষ দিনের প্রধান বক্তার ওয়াজ শুনতে এতো লোকের আগমন ঘটবে আমরা ভাবতেও পারিনি। মোট ১০ টি প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন স্থানে দেখা ও শোনার ব্যবস্থা করে দেয়া হয়েছিল।

    এছাড়া প্রায় আধা কিমি. দূর থেকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করেও শেষ পর্যন্ত স্থান সঙ্কুলান করতে হিমশিম খেতে হয়েছে। অনেকে বক্তাকে না দেখতে পেরে দূর থেকে মাইকে তার বক্তব্য শুনেছেন।

    মাইজবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম জানান, শেষদিনে এমন লোকের আগমন ঘটবে বুঝতে পেরে আগাম ব্যবস্থাও নিয়েছিলাম কিন্তু তা পর্যাপ্ত ছিলনা।

      যুব সমাজের সংগঠক আলহ্জা আবু সাইদ মোঃ সোহেল রানা জানান, ওয়াজ মাহফিলকে ঘিরে এলাকায় একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল। আশপাশের নানা প্রান্ত মানুষ এসেছিলো। এবারের কথা বিবেচনা করে আগামীতে ইনশা আল্লাহ আরও পরিসর বাড়ানো হবে। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন, সুলতান মাহমুদ, ময়নুল ইসলাম, শরিফুল ইসলাম, মাহবুব আলম, হযরত আলী, ফারুক আহমেদ জহুরুল, ইউপি সদস্য মোকলেছুর রহমান, মজনু মিয়া, সোহেল রানা মিঠু, আব্দুল কাদের, রেজাউল করিম রেজা, আরিফ, আরিফুল ইসলাম দুদু প্রমূখ। এছাড়া প্রায় চার শতাধিক নারী পুরুষ ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ