কাজীপুরে তিন মাদকসেবি আটক

কাজীপুর প্রতিনিধি.


সিরাজগঞ্জের কাজীপুর থানা পুলিশ তিন মাদকসেবিকে আটক করেছে। আটককৃতরা হলো মাথাইলচাপড় গ্রামের মৃত কোরবান আলী তালুকদারের পুত্র কামরুল তালুকদার (৩৫), জয়নাল আবেদীনের পুত্র স্বপন মিয়া (৩০) ও মৃত আছাব আলীর পুত্র আব্দুল আজীজ (৩৬)। কাজীপুর থানার অফিসার ইন চার্জ একেএম লুৎফর রহমানের নেতৃত্বে এসআই জুবাইদুল ইসলামএসআই শফিউল এএসআই মহিদুল ও এএসআই উজ্জল রবিবার রাতে মাথাইলচাপড় বাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। সোমবার তাদের জেলহাজতে পাঠিয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ