Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি.
সিরাজগঞ্জের ৪৬ নং কাজীপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষিকার বিরুদ্ধে কর্তব্যে অবহেলার ও অনিহার লিখিত অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বেড়ীপোটল পাচানী পাড়ার এক ছাত্রের অভিভাবক মোহাম্মদ কিবরিয়া উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বরাবরে এ সংক্রান্ত অভিযোগপত্র দিয়েছেন।
অভিযোগসূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের শিক্ষিকা তাহমিনা খাতুন ও নাজমা আক্তার প্রায়ই বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। বিদ্যালয়ে মাঝে মধ্যে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যান অথবা উপজেলা চত্তরে ঘোরাফেরা করেন। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয় সরকারি নিয়মনুযায়ী শিক্ষক প্রতি ৪৬ জন শিক্ষার্থী থাকার নিয়ম থাকলেও ঐ বিদ্যালয়ে ১১০ জন শিক্ষার্থীর অনুকূলে ৮ জন শিক্ষক কর্মরত রয়েছেন। প্রভাব খাটিয়ে নিয়ম ভঙ্গ করে যেনতেনভাবে তারা এই বিদ্যালয়ে কর্মরত রয়েছেন। তিনি জানান, নিয়মের বাইরে কর্মরত থাকায় তাদের মধ্যে অনিয়মের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
কাজীপুর উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ বকুল সরকার অভিযোগ পাবার বিষয়টি ধুনট বার্তাকে নিশ্চিত করে জানিয়েছেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।