কাজীপুরে পার্চিং উৎসব পালিত


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

কাজীপুর প্রতিনিধি.


কাজীপুরের কৃষকেরা উৎসবের আমেজে পার্চিং উৎসব পালন করেছে। উপজেলার সকল ইউনিয়নে সকল ব্লকে একযোগে এই উৎসব পালিত হয়। উপজেলা কৃষি অফিসার মামুনুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের অতিরিক্ত উপ পরিচালক আবদুল্লাহ এবং ২নং চালিতাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল ইসলাম (মুকুল) চালিতাডাঙ্গা ব্লকের শিমুলদাইড় গ্রামে নানামাত্রিকতার এই পার্চিং উৎসবে যোগ দেন।

    এসময় উপজেলা কৃষি অফিসার জানান, জমিতে ডাল পুঁতলে বা পার্চিং করলে পাখি ডালে বসে ফলে ক্ষতিকর পোকা খেয়ে ফেলে। এতে জমিতে স্বল্পমাত্রায় কীটনাশক প্রয়োগ করলেই অধিক ফলন পাওয়া যায়। পার্চিং পদ্ধতিতে চাষের ফলে কৃষকদের আর্থিক খরচ অনেক কমে যায় সেইসাথে নিরাপদ ফসল উৎপাদন করা যায়। তিনি আরও জানান, এই পদ্ধতির ফলে কীটনাশক তেমন ব্যবহার করতে হয়না বলে পরিবেশ দূষনমুক্ত রাখা যায়। পাচিং উৎসবে শতাধিক কৃষক সে¦চ্ছায় তাদের জমিতে করা পার্চিং উৎসবে যোগ দেয়া অতিথিদের দেখান।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ