কাজীপুরে পিস্তলসহ যুবক আটক


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

কাজীপুর প্রতিনিধি.


কাজীপুরের ছালাল বাজার থেকে নয়ন মিয়া(১৮) নামের এক যুবককে খেলনা পিস্তল ও একটি ছোরা সহ আটক করেছে থানা পুলিশ। আটক যুবক চরগিরিশ ইউনিয়নের শফিকুল ইসলাম বাটুলের পুত্র বলে জানা গেছে।

    নাটুয়ার পাড়া চরের ফাড়ির ইনচার্জ বিমল কুমার চাকী জানান, শুক্রবার সন্ধ্যায় আটককৃত যুবককে সন্দেহজনক ভাবে চরগিরিশ ইউনিয়নের ছালাল বাজারে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে তল্লাশী করলে পায়ের হাঁটুতে বাধা একটি ধারালো ছোরা এবং জ্যাকেটে লুকানো একটি খেলনা পিস্তল পাওয়া যায়। পুলিশের ধারনা আটককৃত ব্যক্তি কোন সন্ত্রাসী কর্মকান্ড ঘটানোর পরিকল্পনা করছিল। অপরদিকে নয়নকে জিজ্ঞাসাবাদে জানায়, সে তার প্রেমিককে বাড়ি থেকে তুলে আনার জন্য পরিকল্পনা করেছিল। কাজীপুর থানার অফিসার ইনচার্জ একেএম লুৎফর রহমান জানান, বিষয়টি রহস্যজনক বিধায় সবদিক মাথায় রেখে তদন্ত চলবে। এ বিষয়ে মামলা হয়েছে। আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ