Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
কাজীপুর প্রতিনিধি.
কাজীপুরের চরাঞ্চলের প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছে যমুনা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা। গতকাল দুপুরে এই সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন ও নলকুপ প্রদান করা হয়েছে।
ভয়েজ অব কাজীপুরের উপদেষ্টা প্রকৌশলী সাখাওয়াত হোসেন, বসুন্ধরা গ্রুপের এজিএম আমিনুল ইসলাম, এ্যাড মোকাদ্দেস আলী, মানবাধিকার ব্যক্তিত্ব হারুনার রশিদ হারুন ও সংস্থার উপদেষ্টা সাহিনা খাতুনের অর্থায়নে ১৫ টি সেলাই মেশিন প্রদান করা হয়। আর নাটুয়ারপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চান ও তেকানী ইউনিয়নের চেয়ারম্যান হারুনার রশিদের সহায়তায় ১০ টি নলকুপ বিতরণ করা হয়। প্রতিবন্ধীদের সহায়তায় এগিয়ে আসায় সংস্থার প্রধান জাহিদুল হাসান তাদের ধন্যবাদ জানান।